পিবিএ, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেফতার করা হয়েছে। মারামারি, স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে দায়ের এক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাকে মুন্সিগঞ্জ শহরের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় চরকেওয়ার টরকী গ্রামের রেহানা বেগম মামলাটি দায়ের করেন। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গাজী সালাউদ্দিন ফয়সালের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, স্থানীয় একটি সমস্যার কারণে ফয়সাল মৃধাকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক কোনও মামলায় তাকে গ্রেফতার করা হয়নি। মামলাটিতে ৬জন আসামির মধ্যে ফয়সাল মৃধাই প্রধান।
পিবিএ/বাখ