চুলের উকুন দূর করুন ঘরোয়া উপায়ে

পিবিএ ডেস্কঃ আপনার বাচ্চার মাথায় কি উকুন হয় প্রায়ই? স্কুল থেকে টিনএজারদের মাথায় উকুন হওয়ার সমস্যা খুবই স্বাভাবিক৷ বাজারচলতি ক্ষতিকারক কেমিক্যাল বাচ্চাদের মাথায় লাগাবেন না বলে অনেকেই চুল কেটে দেন ছোট করে৷ জেনে নিন একেবারে প্রাকৃতিক, হার্বাল উপায়ে কীভাবে উকুন সারিয়ে তুলবেন৷

হার্বাল উপায়ে উকুন তাড়ানোর জন্য অব্যর্থ টি ট্রি অয়েল৷ উকুন আমাদের স্ক্যাল্প থেকে রক্ত শুষে খায়৷ টি ট্রি অয়েল সেই রক্ত খাওয়া রোধ করতে পারে৷ ফলে উকুন বংশবৃদ্ধি করতে পারে না৷ জেনে নিন কীভাবে লাগাবেন টি ট্রি অয়েল৷

১ চা চামচ টি ট্রি অয়েলের সঙ্গে আধ চা চামচ ল্যাভেন্ডার অয়েল মেশান৷ এই তেল মাথার তালুতে লাগিয়ে রাখুন সারা রাত৷ সকালে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন৷ এইসব তেলের গন্ধ উকুন সহ্য করতে পারে না৷

টি ট্রি অয়েল এসেনশিয়াল অয়েল৷ যা মাথায় বেশি লাগানো উচিত নয়৷ তাই ৩ টেবল চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ টি ট্রি অয়েল মিশিয়ে নিন৷ এই তেল মাথায় লাগিয়ে রাখুন সারা রাত৷ সকালে শ্যাম্পু করে নিন৷ উকুন যাওয়ার সঙ্গে সঙ্গে চুল পুষ্টিও পাবে৷

টি ট্রি অয়েল চুলে সরাসরি লাগালে অনেকের ক্ষেত্রে চুলকুনি হতে পারে৷ তাই পরিষ্কার পানির সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন৷ এই মিশ্রণ চুলের গোড়ায় স্প্রে করুন৷ কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন৷ কয়েকবার করার পর উকুন নির্মূল হয়ে যাবে৷

তবে টি ট্রি অয়েল ব্যবহারের কিছু ঝুঁকি রয়েছে৷ ৫ বছরের নীচে বাচ্চাদের এই তেল ব্যবহার করা উচিত নয়৷ প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হতে পারে টি ট্রি অয়েলের ব্যবহার৷

পিবিএ/এমআর

আরও পড়ুন...