চুলের গ্রোথ রক্ষার্থে ব্রাহ্মী ও আমলকির হেয়ার প্যাক

পিবিএ ডেস্ক: ব্রাহ্মী শাকের উপকারিতা সম্পর্কে প্রায় সবাই জানেন। কিন্তু এটা হয়তো আপনারা জেনে অবাক হবেন শুধু সুস্বাস্থ্যে নয় আপনার চুলের গ্রোথ রক্ষার্থে ব্রাহ্মী শাকের প্যাক বেশ উপকারী। চুল পড়া, চুলের গ্রোথ কমে যাওয়া এই সব সমস্যা থেকে ব্রাহ্মী আপনাদের খুব তাড়াতাড়ি মুক্তি দেবে আর চুলের বৃদ্ধিতে অসাধারণ কাজ দেবে।অন্যদিকে আমলকিতে খুব ভালো পরিমাণে ভিটামিন সি আছে। এই ভিটামিন চুলের জন্য খুব দরকারি, বিশেষ করে চুলের বৃদ্ধির জন্য। তাই আজকের লেখায় থাকছে ব্রাহ্মীর সঙ্গে আমলার তৈরি হেয়ার প্যাক।

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক চুলের গ্রোথ রক্ষার্থে ব্রাহ্মী ও আমলকির হেয়ার প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) পরিমাণ মতো ব্রাহ্মী শাক,
(২) ১টি আমলকি।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) পরিমাণ মতো ব্রাহ্মী শাকের মধ্যে ১ টি আমলকি বেটে নিন।
(২) সামান্য পানি মিশিয়ে ব্রাহ্মী শাক ও আমলকির হেয়ার প্যাকটি বানিয়ে নিন।
(৩) ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

ভালো ফলাফলের জন্য মাসে ৩-৪ বার করুন আর দ্রুত রেজাল্ট পান।

পিবিএ/ইকে

আরও পড়ুন...