পিবিএ ডেস্ক: ভাত ঝরঝরে করতে ভালোভাবে ভাতের মাড় ঝরিয়ে নেন সকলেই। ঝরঝরে ভাতের চেয়েও শরীর ঝরঝরে রাখতে সময় নিয়ে মাড় ঝরিয়ে নেন অনেকেই। কারণ, ভাতে মাড় বসে গেলে তা খাওয়ার পর যেমন পেট, শরীর ভার হয়ে যায়, তেমনই নিয়মিত মাড় বসা ভাত খেলে দ্রুত মুটিয়ে যাওয়ার ভয়ও থাকে।ভাতের মাড় ফেলে না দিয়ে সেটি আপনি কাজে লাগাতে পারেন নানানভাবে, যেমন কাপড়ে মাড় দিতে পারেন এতে করে কাপড় মজবুত এবং টেকসই থাকে, রূপচর্চায় ব্যবহার করতে পারেন । আজকের লেখায়ন মুলত কাপড় কিংবা রূপচর্চা নয় আপনার চুলের জন্য ভাতের মাড়ের একটি চমৎকার ব্যবহার আমরা জানবো।
চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক চুলের যত্নে শুধু ভাতের মাড় দিয়ে প্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
১। ভাতের মাড়
২। রেগুলার শ্যাম্পু
ব্যবহার পদ্ধতিঃ
১। ভাতের মাড়ে পানি মিশিয়ে খানিকটা পাতলা করে নিন।
২। শ্যাম্পু করার পর চুলে ভাতের মাড় দিয়ে মিনিট তিনেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন।
চুলের ডগা ফেটে যাওয়ার মতো সমস্যার মোকাবিলায় এই পদ্ধতি খুবই কার্যকর। এ ছাড়া চুল গোড়া থেকে মজবুত করতে আর চকচকে করতে সাহায্য করে এই পদ্ধতি।
পিবিএ/ইকে