চুল দেখে মানুষ চেনার উপায়

পিবিএ ডেস্কঃ কারো চুল মেঘবরণ কুঞ্চিত কারো হয় ঢেউ খেলানো কিনবা কোঁকড়া। আপনি জানেন কি? নানা রকম চুল দেখেই আপনি মানুষ চিনতে পারবেন? যাচাই করতে পারবেন কেমন হতে পারে তার আচরণ?
চলুন তবে আজ জেনে নেই সে টিপসগুলোই।

লম্বা চুল

লম্বা চুলের নারীরা হয় গুণী ও সৌভাগ্যবতী। অনেকের মতে, এই ধরনের নারীদের মধ্যে থাকে সুপ্ত স্বাধীনচেতা মনোভাব।

চুলের গোছ ভাল হলে

চুলের গোছ যদি ভালো বা মোটা গোছের হয়, তাহলে সেই নারী স্বামীর ওপর ভালো কর্তৃত্ব চালাতে পারে। নিজের দাপটেই চালান নিজের সংসার। অন্যান্য অনেকের থেকে এই নারীরা হয় একটু আলাদা।

পিবিএ/এমএস

আরও পড়ুন...