পিবিএ ডেস্কঃ গ্রীষ্ম হোক বা বর্ষা, চুল উঠবে না নেই এমন কোন ভরসা। কিন্তু এবার কিছুটা হলেও ভরসা পাবেন। কারন হেয়ার কেয়ার টিপস দিচ্ছেন হেয়ার বিশেষজ্ঞ। তাহলে কথা না বাড়িয়ে জেনে নিন কি করতে হবে, যাতে চুল পড়া বন্ধ হবে ও চুলের বৃদ্ধি হবে গ্যারান্টির সাথে।
স্টেপ বাই স্টেপ কি করতে হবেঃ পেঁয়াজ ও আদার তেল খুব সামান্য পরিমানে নেবেন। এবার এর সাথে নারকেল তেল মেশাবেন ১৫ ড্রপ মত। ভালো করে তিনটি তেল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন।
চুলের গোঁড়ায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর রাখার পর শ্যাম্পু করে নিন।
পেঁয়াজ আদার তেল কোথায় পাবেনঃ এমনিতে ঘরেই পেঁয়াজ ও আদার তেল বানিয়ে নেওয়া যায়। তবে তা সময় সাপেক্ষ।
পিবিএ/এমআর