পিবিএ ডেস্ক: চুল যখন পড়তে শুরু করে তখন আমাদের কষ্টের আর শেষ থাকে না। সাধারণভাবেই প্রতিদিন কিছু না কিছু চুল ঝরে পড়ে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একশ’টা চুল পড়া স্বাভাবিক। তবে চুল পড়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চুল পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় নতুন চুলও গজায়। তবে যদি চুল যদি বেশি পরিমাণে পড়ে, অর্থাৎ চুল পড়ার হার যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় তাহলে তা শঙ্কার কথা। কাজেই চুল বেশি পড়লে বিষয়টিতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাই আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে চুল পড়া রোধে দূর্বা ঘাসের উপকারীতা।
চলুন তাহলে জেনে নেওয়া যাক চুল পড়া রোধে দূর্বা ঘাসের উপকারীতাঃ
উপকরণঃ
(১) নারিকেল তেল
(২) দূর্বার ঘাসের টাটকা রস
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) একটি পাত্রে এক লিটার নারিকেল তেল মৃদু তাপে জ্বাল করে ফেনা ফেলে নিন।
(২) তারপর দূর্বার ঘাসের টাটকা রস ২০০ মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে ফের জ্বাল দিন।
(৩) চুলা থেকে নামিয়ে ছেঁকে সংরক্ষণ করুন।গোসলের ১ ঘণ্টা আগে ওই তেল চুলে মাখুন।
নিয়মিত ২ থেকে ৩ মাস ব্যবহার করলে চুলপড়া বন্ধ হবেই। তাহলে দেরি না করে আজই আপনার চুল পড়া সমস্যা সমাধানে ব্যবহার করুন দূর্বা ঘাস।
পিবিএ/ইকে