চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে জুঁই খাতুন (০৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দূর্ঘটনার পর থেকেই নিহতের মরদেহ রাস্তায় রেখেই সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় বিক্ষুদ্ধরা। এতে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে সবধরনরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যানচলাচল আবার স্বাভাবিক হয়।

নিহত জুঁই খাতুন মনোহরপুর গ্রামের মাঠপাড়া এলাকার জসিম উদ্দীনের মেয়ে। সে আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে লতিফ ব্রিকসের একটি ট্রাক জীবন নগর উথলী থেকে মনোহরপুরের দিকে দিকে যাচ্ছিলো। এসময় মনোহরপুর বাজার এলাকায় পৌছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা স্কুলছাত্রী জুঁইকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে সে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

পিবিএ/টিটি/এমএসএম

আরও পড়ুন...