চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে জীবননগর উপজেলার সাথী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের মৃত লতিফ মিয়ার বড় ছেলে। নিহত মোখলেচুর রহমান মুকুল (৬০) দেশ লাইফ ইনসুরেন্সের মালিক বলে জানান যায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিহত মুকুল জীবননগর বাজার হতে নিজ বাড়ি সুটিয়া গ্রামে যাওয়ার পথে হাসাদহ থেকে ছেড়ে আশা একটি অবৈধ যান লাটাহাম্বার দুরত্ব গতিতে ছুটে আসে, এ সময় রাস্তার উপর ইট ভাটার মাটি থাকায় পিছলে যেয়ে গাড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়।স্থানীয় জনগন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম পিবিএ’কে বলেন, রাতে স্থানীয় জনগন একজন মোটরসাইকেল চালককে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে তার মৃত্য হয়। ধারনা করা হচ্ছে তার মাথায় আঘাত লাগার কারনে মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতর বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফৈরদৌস ওয়াহিদ।

পিবিএ/টিটি/এইচএইচ

আরও পড়ুন...