পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মেমনগর গ্রামে অভিযান চালিয়ে ১৯ হাজার টাকা মূল্যের ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৩ মাচর্) ভোরের দিকে গোপন সংবাদের ভিক্তিত্বে অভিযান চালায় বিজিবি। উদ্ধারকৃত ফেনসিডিল ভারত থেকে পাচার করে আনা হচ্ছিলো বলে জানান বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান পিবিএ’কে বলেন, বধুবার ভোরের দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মতিয়ার রহমান গোপন সংবাদের ভিক্তিত্বে দামুড়হুদা উপজেলার মেমনগর গ্রামে অভিযান চালায়। এ সময় পরিতক্ত অবস্থায় মেমনগর বাজার থেকে ভারতীয় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বিজিবি পরিচালক আরো জানান, উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
পিবিএ/টিটি/এইচএইচ