পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অভিযান চালিয়ে দামুড়হুদার কুতুবপুর পশ্চিমপাড়ার মৃত. মাদার আলীর ছেলে কাওছার মিয়াকে হুন্ডির টাকাসহ আটক করে বিজিবি।
রবিবার বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মনুজরুল ইসলারে নেতৃত্বে কার্পাডাঙ্গা বাজারে অভিযান চালানোর সময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে নগত ২ লাখ টাকা উদ্ধার করে বিজিবি। কাওছার হুন্ডি চক্রের তালিকাভুক্ত সদস্য বলে জানায় বিজিবি।
পিবিএ/ইএইচকে