পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ৬ বিজিবি দর্শনা আইসিপি চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ইউএস ডলারসহ মিজানুর রহমান(২২) কে আটক করে । আটককৃত ব্যক্তি শরিয়তপুর জেলার জাজিরা থানার বালিকাকান্দি গ্রামের রতন ব্যাপারীর ছেলে ।
বৃস্পতিবার সকালে গোপন সংবাদেও ভিত্তিতে ভারত হতে আসার পথে পাসপোর্টধারী ব্যক্তি মিজানুর রহমানের ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১৮,০০০ হাজার ইউএস ডলার, ৪,৭১০ ভারতীয় রুপি এবং ১টি মোবাইলসহ তাকে আটক করে।
উদ্ধারকৃত ইউএস ডলার এবং ভারতীয় রুপি, বাংলাদেশী টাকায় ১৫,১৭,৭৪৬/-(পনের লক্ষ সতের হাজার সাতশত ছেচল্লিশ) টাকার সমপরিমাণ।
উদ্ধারকৃত ইউএস ডলার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ভারতীয় রুপি এবং মোবাইলসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।
পিবিএ/তুহিন/হক