সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় করোনাভাইরাস উপসর্গে নিয়ে আব্দুুল হান্নান নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
আব্দুুল হান্নান চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পুলিশ কনস্টেবল আব্দুল হান্নান ৩/৪ দিন ধরে জ্বর শ্বাসকষ্ট নিয়ে কর্মস্থলে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার বেশি অসুস্থবোধ করলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১১ টার দিকে তিনি মারা যান। পরে তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ জানান, আব্দুুল হান্নানের লাশ স্বাস্থ্যবিধি মেনে পুলিশের গাড়িতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া পাঠানোর হয়েছে।
পিবিএ/এসডি