চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

পিবিএ,চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আমজাদ হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার পারদুর্গাপুরে।

এদিকে, চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬ জনে। সুস্থ হয়েছেন ৩৯৫ জন ও মারা গেছেন ১২ জন।

শনিবার (৮ আগস্ট) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭২ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদা উপজেলার ৫ জন ও জীবননগর উপজেলার ৫ জন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, আলমডাঙ্গার পারদুর্গাপুরের আমজাদ হোসেন কয়েকদিন ধরে সর্দি কাশি জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে চুয়াডাঙ্গা শুক্রবার দুপুরে সদর হাসপাতালে নেয়া হয়। হলুদ জোনে রেখে চিকিৎসা দেয়ার একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

পিবিএ/সনজিত কর্মকার/এসডি

আরও পড়ুন...