চুয়াডাঙ্গায় কাবাডি প্রতিযোগীতায় দামুড়হুদা চ্যাম্পিয়ন

 

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সোমবার বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

১ম সেমিফাইনালে দামুড়হুদা থানা ও জীবননগর থানার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জীবননগর থানা দলকে হারিয়ে দামুড়হুদা থানা ফাইনালে উন্নীত হয়। ২য় সেমিফাইনালে আলমডাঙ্গা থানাকে হারিয়ে সদর থানা দল ফাইনাল খেলায় উন্নীত হয়।
পরে ফাইনাল খেলায় অংশগ্রহন করে চুয়াডাঙ্গা সদর থানা দল ও দামুড়হুদা থানা। এতে দামুড়হুদা থানা ৩৫-৩২ পয়েন্টে সদর থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কাবাডি প্রতিযোগিতায় সেরা খেলোয়ারের পুরস্কার পান সদর থানার সম্রাট। এছাড়া ম্যাচ সেরা খেলোয়ারের পুরস্কারে ভূষিত হন দামুড়হুদা থানার নাহিদুল ইসলাম।
এর আগে জেলার চারটি উপজেলার সকল ইউনিয়নের সমন্বয়ে খেলোয়াড় বাছাই করে উপজেলা পর্যায়ে এবং পরে জেলা পর্যায়ে এ খেলায় বিজয়ী চারটি দল অংশগ্রহন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম (বিপিএম)। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি গোপাল চন্দ্র দাস ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান ।

পিবিএ/টিটি/হক

আরও পড়ুন...