পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের ইয়াসমিন আক্তার (২৮) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের মাঝে পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ইয়াসমিন দামুড়হুদা দর্শনার আব্দুল রহমানের বড় মেয়ে।
নিহতর স্বামী জাহাঙ্গার আলম ও পরিবারের দাবি ,পারিবারিক কহলহের কারণে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ইয়াসমিন ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে বলে এলাকাসূত্রে জানা যায়।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস পিবিএ.কে জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে নিহতর সুরতর্ল রির্পোট ও ময়না তদন্ত পরেই বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে । ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পিবিএ/টিটি/হক