চুয়াডাঙ্গায় চেকপোষ্টে ৫০হাজার ডলার উদ্ধার, আটক এক

পিবিএ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশী করে ৫০হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

এসময় ওই যাত্রী নুর ইসলামকে ৫০হাজার ডলার পাচারের অভিযোগে আটকও করা হয়েছে। শুক্রবার তাকে আটক করা হয়। আটককৃত নুর ইসলাম মুন্সিগঞ্জ জেলার মাঠপাড়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে।

শুক্রবার দুপুরে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার দর্শনা আইসিপি চেকপোষ্ট দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ মালামাল আসা যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি বেশ সতর্ক অবস্থায় যাত্রীদের ব্যাগ তল্লাশী কার্যক্রম চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার ভারত থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিক নুর ইসলামের সাথে থাকা ব্যাগ তল্লাশী করা হলে প্রথমে তার মধ্যে শুল্ক ফাঁকি দিয়ে আনা পাঁচটি হুয়াওয়ে (ওনার ৯-এন) মডেলের স্মার্ট ফোন জব্দ করা হয়। এরপর সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে ওই ব্যাগের শেষ পকেট থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার মূল্যের ইউএস ডলার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, উদ্ধার হওয়া ৫০ হাজার ডলারের বাংলাদেশী মূল্য ৪২ লাখ ১১হাজার টাকার সমতুল্য। আর জব্দকৃত মোবাইল ফোনের মুল্য ১লাখ ৯হাজার টাকা। আটক নুর ইসলামকে পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে ও জব্দকৃত মালামাল ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পিবিএ/টিটি/এমএসএম

আরও পড়ুন...