চুয়াডাঙ্গায় জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টার আবাদ

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভুট্টোর আবাদ দিন দিন বেড়েই চলেছে। ধানসহ অন্য আবাদের তুলনায় ভুট্টার আবাদ লাভজনক হওয়ায় কৃষকদের অধিকাংশই ভুট্টা আবাদের দিকে ঝুঁকে পড়েছেন।

দামুড়হুদা দলিয়ারপুর গ্রামের চাষী মোশারেফ আলী বলেন, ভুট্রা চাষ লাভজনক ফসল । প্রতিবিঘা ভুট্রা আবাদ করতে খরচ হয় ৮-৯ হাজার টাকা। ফলন ভালো হলে ২৫-৩৫ মণ ভুট্রা হয়। আগাম উঠলে প্রতিমণ ভুট্রা ৬-৭শ টাকা দরে বিক্রি করা সম্ভব হয় । তাছাড়াও ভুট্টার অবশিষ্টাংশ সারা বছরের জন্য গরুর খাদ্য এবং জ্বালানি হিসেবে কাজে লাগে । অন্য চাষের চেয়ে ভুট্টা চাষে প্ররিশ্রমও কম ।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নাইম আল সাকিব জানান, এবছর চুয়াডাঙ্গা জেলায় মোট ৪১ হাজার ৭৪১শ হেক্টর জমিতে ভুট্টোর আবাদ হয়েছে। ভুট্টোর আবাদে কৃষকদের লোকসান হচ্ছে না বলেই চলে। প্রায় প্রতিবছরই কিছু না কিছু লাভ হচ্ছে। এ কারণেই এলাকার কৃষকদের অধিকাংশই ভুট্টোর আবাদের দিকে ঝুঁকেছেন ।

পিবিএ/টিটি/ইএইচকে

আরও পড়ুন...