পিবিএ,চুয়াডাঙ্গা: জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিরাবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট সকালে জেলা প্রশাসকের কার্য্যলয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক মিনিট নিরাবতা পালন করা হয়। শেষে ১৫ আগস্টের সকলের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগস্টের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুব লীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ।
পিবিএ/সনজিত কর্মকার/এসডি