চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার মোমিনপুর রেল স্টেশনের অদুরে ট্রেনে কেটে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় ভুট্টু বাহাদুর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, ট্রেনে কেটে নিহত ব্যক্তি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাঝহাট গ্রামের দাউদ সর্দারের ছেলে শুকুর আলী (৩৩)।
স্থানীয় সুত্রে জানা গেছে শুকুরকে স্টেশনের আশে পাশে তারা ঘুড়তে দেখেছে। পরিবার সুত্র জানিয়েছে যে নিহত শুকুর আলী একটু বুদ্ধি প্রতিবন্ধি ছিল। বাড়ি থেকে খাবার খেয়ে বেড়িয়ে এসে কোথায় চলে গেছিল তার খোজ পাওয়া যাচ্ছিল না। এমতাবস্থায় আজ সকালে খবর পেলাম মোমিনপুর রেল স্টেশনের অদুরে ট্রেনে কেটে এক ব্যক্তির লাশ পড়ে আছে। আমরা গিয়ে তারপর লাশ সনাক্ত করি। খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে ওখানে।

ট্রেনে কেটে নিহত শুকুর আলীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশের ইনচার্জ জালাল উদ্দীন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পিবিএ/তুহিন/হক

আরও পড়ুন...