চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার কবিখালী গ্রামে ওই ঘটনা ঘটে।

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহত শিশু মহনা খাতুন (৮) একই উপজেলার হানুরবাড়াদি গ্রামের আমিরুল ইসলামের ছেলে রিমন আলী (৭) |
স্থানীয়রা জানান, সকালে বাগানে আম কুড়াতে যায় তারা। এরপর আর বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিএ/টিটি/হক

আরও পড়ুন...