চুয়াডাঙ্গায় বজ্রপাতে ৩ জন কৃষক নিহত

তৌহিদ তুহিন,পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বজ্রপাতে তিনজন কৃষক নিহত হয়েছে। শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার খোরদা মাঠে এই বজ্রপাতে তারা নিহত হয়। নিহতদের সকলের বাড়ি মেহেরপুর জেলার বারাদীর কালাইডাঙ্গা গ্রামে।

নিহতেরা হলেন কলাইডাঙ্গা গ্রামের ইয়ামিনের ছেলে হুদা(৩২) একই গ্রামের মকবুলের ছেলে আলামিন(৩০) ও বরকত আলীর ছেলে হাসিবুল(৩৪)।

স্থানীয়রা পিবিএ’কে জানায়, মেহেরপুর বারাদী বাজার থেকে আলমডাঙ্গা খোরদা মাঠে কলা বগানে কাজ করতে এসেছিল নিহতরা। তাদের সাথে অন্যান্য কৃষকেরাও ছিল। বিকেলে বৃষ্টি শুরু হলে হটাৎ বজ্রপাতে তিনজন কৃষক ঘটনাস্থলেই মারা যায়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহতদের লাশ সদর হাসপাতাল থেকেই মেহেরপুরে নিজ নিজ বাড়িতে নিয়ে চলে যায় পরিবারের সদস্যরা।

পিবিএ/এমএসএম

 

আরও পড়ুন...