পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে চুয়াডাঙ্গা বিজিবি। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় পুথির মালা, শঙ্ক বাঁশি, পুথির ব্যাগ, হাত বাধার সুতা ও চন্দন কাঠ রয়েছে। সোমবার দুপুরের দিকে এসব মালামাল জব্দ করা হয় বলে জানান বিজিবি ।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান পিবিএ’কে জানান, দর্শনার আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরের গোপন সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে পাচার করে আনা ৩,৮৮০ টি পুথির মালা, ৫০টি শঙ্ক বাঁশি, ৯৮টি পুথির ব্যাগ, ৭৯টি হাত বাধার সুতা এবং ৪৫টি চন্দন কাঠ জব্দ করে।
তিনি আরোও জানান ,জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা । জব্দকৃত মালামাল কাষ্টমন্সে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি ।
পিবিএ/টিটি/হক