পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে দামুড়হুদার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার মাঠ থেকে ২শ’৭৪ বোতল ফেনসিডিল, ১২টি শাড়ি, গেঞ্জি, জিন্স প্যান্টসহ বিভিন্ন ভারতীয় মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, মঙ্গলবার ভোর দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন ও কমান্ডার নায়েক দিদার হোসেন পৃথক অভিযান চালিয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ, শ্যামপুর জোড়া বটতলা থেকে ২শ’৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে । দ্বিতীয় অভিযানে, দর্শনা আইসিপির টহল কমান্ডার হালিদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে জয়নগর গ্রামের মাঠ থেকে ৮টি ভারতীয় শাড়ি, ২টি জিন্স প্যান্ট, ৪টি শার্ট, ৪টি গেঞ্জি এবং ৬৪টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করে।
দুপুর’র দিকে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার শ্যামপুর জোড়া বটতলা নামক স্থান থেকে ভারতীয় ৪৬০ জোড়া চশমার গ্লাস, ৪৬টি ডারমো লাইট এবং ৫৯টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করে। জব্দকৃত এসব মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে।
পিবিএ/টিটি/হক