চুয়াডাঙ্গায় বিজিবি’র অভিযানে ভারতীয় গরু উদ্ধার

চুয়াডাঙ্গা (৬ বিজিবি) ব্যাটালিয়ন পৃথক দু’স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩টি গরু উদ্ধার করেছে।
বিজিবি’র অভিযানে ভারতীয় উদ্ধার

পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা (৬ বিজিবি) ব্যাটালিয়ন পৃথক দু’স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩টি গরু উদ্ধার করেছে। সোমবার (এপ্রিল ২২) ভোরের দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদার ঠাকুরপাড়ার ও চাকুলিয়া গ্রামের সীমান্তর্বতী মাঠে থেকে গরুগুলো উদ্ধার করে বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান পিবিএকে জানান, দামুড়হুদার ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২টি ভারতীয় গরু উদ্ধার করা হয় ।

বিজিবি’র অভিযানে ভারতীয় উদ্ধার

অপর দিকে,ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার চাকুলিয়া সীমান্তে মেইন পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১টি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি।

উদ্ধারকৃত তিনটি গরু’র আনুমানিক মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত গরুগুলো দর্শনা কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি।

পিবিএ/টিটি/আরআই

আরও পড়ুন...