চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ প্রীতি ফায়ারিং প্রতিযোগিতা-২০১৯

Chuadhanga BGB BSF Gun fighting compitition-PBA

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ প্রীতি ফায়ারিং প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বধুবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টার থেকে দুপুর ২টা পযর্ন্ত এ ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Chuadhanga BGB BSF Gun fighting compitition-PBA 04

প্রতিযোগিতার অংশগ্রহন করতে গত ১৮ মার্চ ভারতীয় বিএসএফ’র ডেপুটি কমান্ড্যান্ট শ্রী অভিনাস কুমার এর নেতৃত্ত্বে মোট ১৪ জন বিএসএফ সদস্য চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নে অবস্থান করেন। এ প্রতিযোগিতায় বিজিবি-বিএসএফ উভয় দল সমান সংখ্যক পয়েন্ট পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনডিসি অতিরিক্ত মহাপরিচালক অপারেশন ও প্রশিক্ষণ শাখা সদর দপ্তর বিজিবি ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আইনুল মোর্শেদ খান পাঠান ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল বেনজীর আহমেদ । এ প্রতিযোগিতা সার্বিক দায়িত্ব ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক মোঃ ইমাম হাসান।

এছাড়া, প্রতিযোগিতা উপলক্ষে আগত বিএসএফ সদস্যদেরকে ফায়ারিং প্রতিযোগিতায় অংশ গ্রহণের পাশাপাশি বাংলাদেশের কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করানো হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...