চুয়াডাঙ্গায় বেড়েছে দাম্পত্য বিচ্ছেদ

চুয়াডাঙ্গায় আশষ্কাজনক হারে দাম্পত্য বিচ্ছেদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।
প্রতীকী ছবি

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আশষ্কাজনক হারে দাম্পত্য বিচ্ছেদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এক বছরে বিয়ের সংখ্যা যেখানে ৪ হাজার ৭শ ৮৩টি । সেখানে বিচ্ছেদের সংখ্যা ৩ হাজার এক’শ ১৭টি । দাম্পত্য বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধির কারণ কি ? সুস্পষ্ট জবাব নেই কারো’র কাছে।

অনেকেরই অভিমত, সেলফোন ও তথ্য প্রযুক্তি মাধ্যামে সম্পর্ক গড়ে অধিকাংশেরই দাম্পত্য জীবন শেষ পর্যন্ত টিকছে না। তাছাড়াও পুরুষের বেকার সমস্যাও বিচ্ছেদের অন্যতম কারন হয়ে দাড়াচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। তবে চুয়াডাঙ্গার কিছু ঘটকের দাবী,পারিবারিক ভাবে দেখে শুনে বিয়ে না হওয়ায়, বাড়ছে বিচ্ছেদ।

চুয়াডাঙ্গার বিয়ে রেজিস্টার অফিস সূত্রে জানা যায়, গতবছরে এপ্রিল মাস থেকে এবছরে এপ্রিল মাস পর্যন্ত চুয়াডাঙ্গা চার উপজেলায় বিয়ে হয়েছে ৪ হাজার ৭শ ৮৩টি। বিচ্ছেদের সংখ্যা ৩ হাজার এক’শ ১৭টি।

চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী প্রভাষক আবু মুন্সি পিবিএ’কে জানান, বর্তমানে ছেলে-মেয়েরা প্রযুক্তি নির্ভর হয়েছে। সেকারণে নিজেদের পছন্দমত বিয়ে করছেন তাঁরা। এটাকেই বিচ্ছেদের মূলকারণ হিসাবে দেখছেন এ প্রভাষক ।

পিবিএ/টিটি/আরআই

আরও পড়ুন...