পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা (৬বিজিবি) ব্যাটালিয়ন চোরাচালাল বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় প্যান্ট ও পাঞ্জাবীর বোতাম উদ্ধার করেছে। বৃস্পতিবার ভোর ৩টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়নগর গ্রামের আইসিপি চেকপোষ্ট নিকট থেকে এগুলো উদ্ধার করে ।
চুয়াডাঙ্গা (৬বিজিবি) পরিচালক লে.কর্লেল ইমাম হাসান জানান, দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা জয়নগর গ্রামের আইসিপি চেকপোষ্ট থেকে ১০টি ভারতীয় প্যান্ট এবং ৪৭ কেজি পাঞ্জাবীর বোতাম উদ্ধার করে। আনুমানিক মূল্য এক লক্ষ চব্বিশ হাজার টাকা বলে জানায় বিজিবি।
উদ্ধারকৃত ভারতীয় প্যান্ট এবং ৪৭ কেজি পাঞ্জাবীর বোতাম দর্শনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানায়।
পিবিএ/টিটি/হক