পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা বিজিবি-৬ চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় বিভিন্ন বস্ত্র উদ্ধার করেছে। দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার জয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ভর্তি ভারতীয় মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় ব্যাগ খুলে ভারতীয় ১৫টি ভারতীয় জিন্স প্যান্ট, ৫টি শার্ট ও ৫টি পাঞ্জাবী উদ্ধার করে বিজিবি ।
চুয়াডাঙ্গা বিজিবির-৬ এর পরিচালক মোঃ- হাসান ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গতরাতে(শনিবার) চুয়াডাঙ্গার দামুড়হুদা জয়ননগর সীমান্তে বিজিবির টহল অভিযানে এসমস্থ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।
পিবিএ/টিটি/হক