পিবিএ চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, থ্রীপিচ, টুপিচ, ওয়ানপিচ, পাঞ্জাবী, মেক্সি ও জিন্স পেন্ট উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ৬বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, সোমবার ভোরে’র দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা আইসিপি চেকপোষ্ট এলাকা থেকে ৩৫টি ভারতীয় শাড়ী, ১৩টি থ্রীপিচ, ৯টি টুপিচ, ২৩টি ওয়ানপিচ, ১৮টি পাঞ্জাবী, ৪টি মেক্সি ও ৪টি জিন্স প্যান্ট পরিতক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি।
যার আনুমানিক মূল্য একলাখ পঁয়ষট্টি হাজার টাকা বলে বিজিবি জানায়। বিজিবি পরিচালক আরো জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/টিটি/হক