চুয়াডাঙ্গায় মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

chua-pba
কলেজ মাঠে আগুন জ্বালিয়ে চারপাশ ঘিরে আনন্দ উল্লাসে মেতে ওঠে রোভার সদস্যরা।

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা রোভারের আয়োজনে ১০ম রোভারমেট কোর্সের সমাপনী অনুষ্ঠান মহাতাঁবু জলসার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রোভার সদস্যরা।

এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, বিশেষ অতিথি ছিলেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, জেলা রোভারের সম্পাদক আবু হাসান সহ গন্যমান্য ব্যক্তিরা।

চুয়াডাঙ্গা জেলা রোভারের সহ-কমিশনার ওবায়দুল ইসলাম তুহিনের সঞ্চালনায় মেট কোর্সে অংশগ্রহণকারীদের ৯টি উপদল ও দু’টি জিরো প্রেট্রোল সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মনরঞ্জন করেন। তবে উপস্থিত অতিথি ও দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল রোভারদের ক্যাম্প ফায়ার। মাঠের মাঝখানে জ্বালানি একত্রিত করে আগুন জ্বালিয়ে তার চারপাশ ঘিরে আনন্দ উল্লাসে মেতে ওঠে সবাই। উল্লেখ্য, গত ৪ মার্চ শুরু হওয়া ৫ দিনব্যাপী এ মেট কোর্স শেষ হবে শুক্রবার সকালে।

পিবিএ/টিটি/হক

 

আরও পড়ুন...