পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও নাটুদাহ ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুর ২টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। উক্ত সব অতিথিরা দূূর্নীতি,বাল্যবিবাহ মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ নিয়ে আলোচন করেন ।
এসময়উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেন, নাটুদাহ ইউনিয়ন আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, নাটুদাহ ইউনিয়ন আ:লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিমসহ প্রমুখ।
পিবিএ/ইএইচকে