পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় এপার বাংলা এবং ওপার বাংলার সূফী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে সমাবেশের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূফী এডুকেশন মিশন ট্রাস্ট অব ‘সূফী আস্তানা চুয়াডাঙ্গা’র সভাপতি মাসুদুজ্জামান লিটু। প্রধান অতিথি ছিলেন ইন্ডিয়ান সূফী সমাজের সভাপতি সূফী সৈয়দ মাও. মোবারক করিম জহর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সূফী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সূফী রুহুল আমিন প্রামানিকসহ অন্যরা।সমাবেশে বিশ্ব মুসলমানদের সার্বিক অবস্থা, সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন বক্তারা।
পিবিএ/তুহিন/হক