চুয়াডাঙ্গায় ৩৫২ পিচ ইয়াবাসহ এক নারী আটক

পিবিএ, চুয়াডাঙ্গা: ঝিনাইদাহ র‍্যাব-৬ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের চিলমারী পাড়া (ফুলতলা) নামক স্থানে ৩৫২ পিচ ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

চুয়াডাঙ্গার বেগমপুরে র‍্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক।
মাদক সম্রাজ্ঞী জহুরা খাতুন (৪০)

র‍্যাব সুত্রে জানা গেছে, শনিবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বেগমপুর চিলমারী পাড়া (ফুলতলা) নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে দপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বেগমপুর চিলমারী পাড়া (ফুলতলা) গ্রামস্থ জনৈক বাবু প্রধান এর বাড়ীর সামনে (পূর্বপাশে) অভিযান পরিচালনা করে এক মহিলা মাদক ব্যবসায়ীকে ৩৫২ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

জানা গেছে, বেগমপুর চিলমারীপাড়ার বাবু প্রধানের স্ত্রী জহুরা খাতুন (৪০) দীর্ঘদিনধরে ইয়াবা পাচার করে আসছিল। বেগমপুরে তার রয়েছে মাদকের রমরমা বানিজ্য। র‍্যাব জানায় তাকে ধরার জন্য অনেক চেষ্টা করা হয়।অতপর তাকে ৩৫২ পিচ ইয়াবা সহ ধরতে আমারা আটক করতে সক্ষম হই। এবিষয়ে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, তার বিরুদ্ধে মাদক পাচার আইনে একটি মামলা করা হবে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...