চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলার নাটুদাহ ইউনিয়ন সংলগ্ন দামুড়হুদার জমিদার নফল পাল চৌধুরীর ঐতিহ্যবাহী পুরাতন জরার্জীণ বাড়ির প্রবেশদ্বার। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির অক্ষত প্রবেশদ্বারটি। বর্তমানে নাটুদাহ পশু হাঁট হিসাবে ব্যবহার হচ্ছে এই জায়গাটি। রবিবার ২৪ ফেব্রুয়ারী। ছবি: পিবিএ