পিবিএ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ারটিলার চাপায় স্কুল ছাত্র রায়হান আহম্মেদ (১৫) নিহত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধার দিকে দামুড়হুদা উপজেলার পোতারপাড়া গ্রামের ডাক্তার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ানের পোতারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। নিহত রায়হান নতিপোতা মাধ্যামিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ।
এলাকাসূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধায় শিলাবৃষ্টি পড়া দেখে বাাড়ির প¦ার্শবর্তী তামাক ঘর থেকে দৌড়ে বাড়িতে আসার সময় পোতারপাড়া-ছুটিপুর গ্রামের রাস্তা পার হওয়ার সময় পাওয়ারটিলার ধাক্কায় আছড়ে পড়ে চাকায় পিষ্ট হয় সে। তাৎক্ষনিক ঘটনাস্থালেই নিহত হয় সে। দামুড়হুদা মডেল থানার কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/টিটি/এমএসএম