চুয়াডাঙ্গা দামুড়হুদা সদরে অবস্থিত মাথাভাঙ্গা নদীর উপর সেতুটিতে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকা সত্তে অবাধে চলছে মালবাহী ট্রাক-লরী। জরাজীর্ণ সেতুটির দুই পাশের র্যালিং ভেঙ্গে ঝুঁকির মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। ‘ঝুঁকিপূণর্ ’ সাইনবোর্ড দিয়েই কর্তৃপক্ষের দায়সারা। দীর্ঘ দিন ধরে সেতুটি মেরামতের উদ্যোগ নেই। মঙ্গলবার ১২ ফেব্রুয়ারী। ছবি: পিবিএ