পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-৬ বিজিবি পৃথক দু’টি অভিযান চালিয়ে দামুড়হুদার দর্শনা জয়নগর গ্রামের আইসিপি চেকপোষ্ট এলাকা থেকে ভারতীয় শাড়ী, থ্রী পিচ, পাঞ্জাবী, শার্ট,বেটসীট,শার্টের পিচ, জিন্স প্যান্ট, ভ্যানেটি ব্যাগ,কাপড়ের ব্যাগসহ সাত লক্ষ পঁচিশ হাজার টাকার মালামাল জব্দ করেছে। রবিবার দুপুরে এসব মালামাল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান সোমবার সকালে এক প্রেসবিজ্ঞতিতে জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দামুড়হুদার দর্শনা জয়নগর আইসিপি চেকপোষ্ট এলাকা থেকে ১৯টি ভারতীয় শাড়ী, ৩০টি থ্রীপিচ, ১৮টি পাঞ্জাবী, ১২টি শার্ট, ২টি বেডসীট, ১৪টি শার্টের পিচ, ৭টি জিন্স প্যান্ট, ১৪টি ভ্যানেটি ব্যাগ, ২টি কাপড়ের ব্যাগ, ১০টি ম্যাক্সি, ১১টি জামা,৭টি নাইটি,২টি স্ক্যাট, ২৯টি ওড়না, ২টি টুপিচ, ১০টি ওয়ানপিচ, ২টি ব্লাউজ, ২টি প্লাজু, ২৪টি ব্রা, ৫টি মোবাইল, ২১টি ইমিটেশনের গলার হার, ২৪ জোড়া কানের ঝুমকা ও ৪৫ জোড়া কানের টপ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য সাত লক্ষ পঁচিশ হাজার টাকা। এসব মালামাল দর্শনা কাষ্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।
পিবিএ/টিটি/আরআই