
মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ‘আমাদের বল্লমঝাড়’ নামের এক গ্রুপের বিরুদ্ধে। এঘটনায় ওই গ্রুপের এডমিনসহ জড়িত তিন যুবকের বিরুদ্ধে সদর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
জড়িতরা হলেন:- সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের আশরাফুল, জোবায়ের ও রিমন প্রধান।
রোববার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। এর আগে শনিবার দিবাগত রাতে জড়িত তিন যুবককের মধ্যে দুই যুবককে সদর থানায় হাজির করা হয়, আরেকজন ভিডিও কলে তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
এ ব্যাপারে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, অভিযুক্তরা সবাই আমার ইউনিয়নের হওয়ায় তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। ভবিষ্যৎতে এমন করবেনা মর্মে জবানবন্দি নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে ‘আমাদের বল্লমঝাড়’ নামের এক ফেসবুক গ্রুপ থেকে মার্জিয়া আক্তার নামের এক ফেসবুক আইডি থেকে চেয়ারম্যানকে জড়িয়ে পোষ্ট করা হয়ে। ওই পোষ্টে উল্লেখ করা থাকে যাইহোক সকল জল্পনা কল্পনা কে ছড়িয়ে ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের চেয়াম্যান সাহেবের বিয়ে সম্পন্ন। সেখানে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান ৫৬ আর মেয়ে ২১। বি:দ্র: কট।
এঘটনায় ওইদিন রাতেই চেয়ারম্যান বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরী ওই গ্রুপের বিরুদ্ধে। পরে শনিবার দিবাগত রাতে জড়িত তিন যুবককের মধ্যে দুই যুবককে সদর থানায় হাজির করা হয়, আরেকজন ভিডিও কলে তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।