চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

 

পিবিএ,হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিন্ড এলাকা থেকে দুইটি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৮ মে) ভোরে জেলা ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারসহ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি মোটর সাইকেল আটক উদ্ধার করা হয়।


আটককৃতরা হলো, শ্রীমঙ্গল উপজেলার আঐ গ্রামের চেরাগ আলীর পুত্র ফয়সল মিয়া (২৮), শান্তিবাগ গ্রামের কবির হোসেনের পুত্র জুনায়েদ আহমেদ (২৮), খলিলনগর গ্রামের আবুল কালামের পুত্র জাহিদ হোসেন শামীম (২৫) এবং গুহ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মিনহাজুল ইসলাম (২৪) ।

এ বিষয়ে ডিবি এস আই ইকবাল বাহার পিবিএ’কে জানায়, তারা দীর্ঘদিন যাবত সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটর সাইকেল কেনা বেচার সাথে জড়িত। তারা হবিগঞ্জের চোরাই মোটর সাইকেলগুলো মৌলভী বাজার আর মৌলভীবাজারের চোরাই মোটর সাইকেল হবিগঞ্জে এনে বিক্রি করত। ডিবি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে হাতে নাতে মোটর সাইকেলসহ আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিবিএ/ এনআই/হক

আরও পড়ুন...