চোর ধরল সিসি ক্যামেরা

পিবিএ,গুরুদাসপুর ,নাটোর: নাটোরের গুরুদাসপুরে রিপন কম্পিউটার এ্যান্ড টেনিং সেন্টার ও তার পাশের দোকান ইমরান ষ্টোর এ চুরি হওয়ার তিনদিন পর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সনাক্ত করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল (১৪) ও আকতারুজ্জামান ওরফে রাহাত (১৫) নামে দুই চোরকে আটক করে ল্যাপটপসহ কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত আমিনুল ইসলাম গুরুদাসপুর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র দক্ষিণ নারি বাড়ী গ্রামের আব্দুল মজিদ ফকিরের ছেলে এবং রাহাত ওই একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। রোকেয়া স্কুল এ্যান্ড কলেজের অফিস সহকারী একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে বলে জানা গেছে। এঘটনায় খাদেমুল ইসলাম রিপন বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে মামলা করেন।
জানা যায়, শনিবার সন্ধ্যায় রিপন কম্পিউটার এ্যান্ড টেনিং সেন্টারের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম রিপন জানতে পারে ভিডিও ফুটেজের ছেলেটা দক্ষিণ নারি বাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে। সন্ধায় সেখানে গিয়ে খোঁজ পায় যে শহীদ মবিদুল স্কুল মাঠে রয়েছে আমিরুল। সেখানে গিয়ে তাকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে চুরি ঘটনায় স্বীকার করে। তার দেয়া তথ্য মতে রাহাতকে তার বাড়ী থেকে আটক করে পুলিশ। পরবর্তী তাদের তথ্যমতে রাহাতের বাড়ীর রান্না ঘরের মেঝের মাটির নিচ থেকে ল্যাপটপসহ ওই মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে থানা থেকে একশ’ গজ অদুরে গুরুদাসপুর মাদ্রাসা মার্কেটের রিপন কম্পিউটার এ্যান্ড টেনিং সেন্টার ও ইমরান ষ্টোর নামে দুটি দোকান চুরি যায়। দোকান দুটির দরজা ভেঙ্গে ল্যাপটপসহ যন্ত্রাংশ এবং পাশের দোকান ইমরান ষ্টোর থেকে সাড়ে তিন হাজার টাকা চুরি করে আমিরুল ও রাহাত। এঘটনায় রাহাতের বাড়ীর রান্না ঘরের মেঝের মাটির নিচ থেকে ল্যাপটপসহ ওই মালামাল উদ্ধার করা হয়।
এবিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, তাদের আটক করে মালামাল উদ্ধার করে তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, শিশুদের দিকে প্রত্যেক বাবা-মা দৃষ্টি রাখলে তারা এমন পথে যেতে পারতো না। প্রত্যেক পরিবারকে শিশু শিক্ষার্থীদের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ প্রদান করেন তিনি।

পিবিএ/নাহিদ/হক

আরও পড়ুন...