পিবিএ,চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটায় বানু ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজ আলম। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সভাপতি আবদুল কুদ্দুস ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গাজী শফিকুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু বক্কর ভুঁইয়া, উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি নুরুল আমিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন ভুঁইয়া, আবদুল হাকিম ভুঁইয়া, আলহাজ্ব আবদুল মালেক ভুঁইয়া, আবদুল আজিজ ভুঁইয়া, আলহাজ্ব তনু মিয়া ভুঁইয়া, আবু নছর ভুঁইয়া, ফটিক মিয়া ভুঁইয়া, আলহাজ্ব ইব্রাহিম ভুঁইয়া, আবদুল মান্নান ভুঁইয়া, পরিচালনা কমিটির সভাপতি মীর হোসেন ভুঁইয়া মীরু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, কোষাধ্যক্ষ হোসাইন ভুঁইয়া, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া, সমাজসেবা সম্পাদক মুবাশ্বিরুল ইসলাম ভুঁইয়া ও দপ্তর সম্পাদক ফারুক হোসেন ভুঁইয়া। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিবিএ/মোঃ এমদাদ উল্যাহ/এসডি