চৌদ্দগ্রামে কর্মহীন ২১০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

পিবিএ,চৌদ্দগ্রাম : চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে গরীব ও কর্মহীন ২১০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কনকাপৈত ইউনিয়ন বিএনপি।

সোমবার বিকেলে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ বাচ্চু, সহ-সভাপতি শহিদুল্লাহ মজুমদার, জাকির হোসেন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা ইউনুছ, বদি মাজী, আনোয়ার হোসেন, মনির হোসেন, আবদুল মান্নান, মোঃ মাসুম, উপজেলা কৃষকদলের সদস্য আমান উল্লাহ, যুবদল নেতা মোঃ সোহাগ, আরিফ হোসেন, জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফ হোসেন, ছাত্রদল নেতা লোকমান হোসেন ও মোঃ সিয়াম। পরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের নেতাকর্মীরা গরীব ও কর্মহীন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। কর্মহীন পরিবারের সদস্যরা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
পিবিএ/মোঃ এমদাদ উল্যাহ/এএম

আরও পড়ুন...