মো: এমদাদ উল্ল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মাঠ পর্যায়ের তৃণমূল সাংবাদিকদের সংগঠন ‘চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর উদ্যোগে ডাকাতিয়া নদীর শ্যামপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার। চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান মজুমদারের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন ও কার্যনির্বাহী সদস্য এম এ হাসানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, ঘোলপাশা ইউপি চেয়াম্যান কাজী জাফর, কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-২ এর পরিচাল জহির উদ্দিন পিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আল রাফিসহ আরও অনেকে। এ সময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
পিবিএ/এমআর