চৌদ্দগ্রামে নামফলক ভাঙার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে জগন্নাথদীঘি ইউনিয়নের ঐতিহ্যবাহী বিজয়করা স্কুল এন্ড কলেজের গেইটের নাম ফলক ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র-ছাত্রীরা।

সোমবার (১৩ আগস্ট) সকাল ১০টায় ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হোসেনসহ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্র-ছাত্রীদের শান্তনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ আহম্মেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারেক ভুঁইয়া, অবিভাবক সদস্য অলি উল্লাহ পাটোয়ারী, সাবেক অবিভাবক মোঃ মঞ্জুরুল, মজনু, সাবেক ছাত্র আবির চৌধুরী, ছাত্র মোঃ মেহেদি হাসান, ইফতেখার উদ্দিন, সাব্বির, ইসরাত জাহান মিম, আখি আক্তার, আনিকা, জান্নাতুল ফেরদৌস, রানী আক্তার, তাসলিমাসহ আরও অনেকে।

আরও পড়ুন...