পিবিএ,চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে বরৈয়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ম ধাপে আসন্ন ঈদুল আযহা সামনে রেখে করোনা ভাইরাস চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দিনমজুর ১৩৫ পরিবারের মাঝে ডাঃ জাবির বিন জামানের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেন। বসন্তপুর মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরৈয়া মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা বদরুজ্জামান মেম্বার, সভাপতি আবুল হাশেম, পরিচালক মোঃ সুজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সকল পরিচালক-সদস্যবৃন্দ। প্রত্যেক পরিবারকে প্যাকেটভর্তি চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়। উল্লেখ্য, বরৈয়া মানব কল্যাণ সংস্থা দেশে অবস্থানরত ব্যক্তি ও প্রবাসীদের দেয়া অনুদানে ধারাবাহিকভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে।
পিবিএ/মোঃ এমদাদ উল্যাহ/এসডি