চৌমুহনীতে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে ছাই


ইয়াকুব নবী ইমন, পিবিএ, নোয়াখালী: বৃহত্তর নোয়াখালীর প্রধাণ বাণিজ্যিক শহর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার বিদাগত রাতে এই অগ্নিকান্ড ঘটে।

জানা গেছে, রাত ৩ টার দিকে শহরের কলেজ রোডস্থ মহেশগঞ্জ বাজারের কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, লক্ষীপুরের ৭টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে রয়েছে ফ্লাওয়ার মিল, ওষুধের দোকান, আলুর গোডাউন, চালের আড়ৎ। এতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সকালে চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল আগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দেন।

মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন করিব জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের ৭ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি নিরুপন করবো।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...