ছক্কার পরই সৌম্যের অক্কা

পিবিএ ডেস্ক: দ্বিতীয় ওভার করতে আসা আন্দ্রে রাসেলের প্রথম বলে ছক্কা মারলেন। কিন্তু দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ তুলে দেন ক্রিস গেইলের হাতে। সৌম্য সাজঘরে ফিরেছেন ২৩ বলে ২৯ রান নিয়ে। তার ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ২ ছক্কায়।

এর আগে তামিম ইকবাল ও সৌম্যের উদ্বোধনী জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই রিপোর্ট লেখা পযর্ন্ত ১০.১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭১ রান করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন তামিম (২৬) ও সাকিব আল হাসান (৯)।

২০১৯ বিশ্বকাপের ২৩তম ম্যাচে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্র করে উইন্ডিজ।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...