ছন্দে ফিরেছেন তামিম

পিবিএ,ঢাকা: আগামী নভেম্বর মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। সেই টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখে জাতীয় দলের ক্রিকেটারদের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলা বাধ্যতামূলক করেছিল।
এনসিএলের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। দুই ইনিংসে বল করে ৬ উইকেট ও এক ইনিংসে ব্যাট করে ৬৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলে ব্যাটে অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে জাতীয় লিগের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে মাহমুদউল্লাহ বলেন, “আমার মনে হয় এটা নিয়ে এতো চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আশা করি যারা রান করতে পারেনি তারা যেন আরো বেশি কষ্ট করে দ্বিতীয় রাউন্ডে রান করতে পারে। কেউ হয়তো রান করেছে কেউ করেনি। কিন্তু সবাই চেষ্টা করছে।”

তামিম অফ-ফর্মে থাকার প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন “তামিম বেশ ভালোই ব্যাট করছিল। আমার কাছে মনে হয় সে সত্যি কঠোর পরিশ্রম করছে। হয়তো বড় রান করতে পারেনি। তবে ওর ব্যাটিংয়ের ছন্দ দেখে মনে হচ্ছে ও খুব ভালো ব্যাট করছে। আপনারা সবাই জানেন, গত কয়েক মাস ধরে ও অনেক কষ্ট করেছে ফিটনেস নিয়ে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। আশা করি দ্রুত যে আরো ভালো করবে।

জাতীয় দল নিয়ে মাহমুদউল্লাহ আরও বলেন, “যদি শুধু জাতীয় দলের কথা চিন্তা করেন তাহলে দেখবেন অনেক দিন ধরে ওরা ক্রিকেট খেলছে। আমরা বেশ কয়েক মাস ধরেই ক্রিকেট খেলছি। তারপরও এক্সট্রা একটা ফোকাস ছিল কারণ সামনে আমাদের ভারত সফর।”

পিবিএ/ইকে

আরও পড়ুন...