ছবিটির ট্রেইলারে দর্শকদের মনে “আগুন লাগাইলো” বুবলী

পিবিএ ডেস্ক: আর মাত্র কয়েক দিন। তারপরই মুক্তি পাবে বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবি। এ ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। ইতিমধ্যেই ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে ছবির গানও। এরই ধারাবাহিকতায় ৩ জুন প্রকাশ পেল ‘পাসওয়ার্ড’ ছবির নতুন গান।

‘আগুন লাগাইলো’ শিরোনামের পার্টি গানটি প্রথম দিনেই দর্শকদের মনে ঝড় তুলেছে। কারণ এই গানে বুবলীর ধামাকা পারফরম্যান্স সত্যিই আগুন লাগিয়ে দিয়েছে। ৩ মিনিট ৪৮ সেকেন্ডের এই গানটিতে বুবলীর গ্ল্যামার আর নাচের জাদু দেখার মতো। বুবলীর সঙ্গে এই গানে তাল মিলিয়েছেন শাকিব খানও।

উল্লেখ্য, ‘আগুন লাগাইলো’ গানটি গেয়েছেন কোনাল ও লিংকন। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন লিংকন। গানের ভিডিও কোরিওগ্রাফি করেছেন কলকাতার বাবা যাদব। মালেক আফসারী পরিচালিত ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে শাকিব খানের এসকে ফিল্ম ও মো. ইকবাল।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...